September 26, 2022, 2:57 am

এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম: প্রভা

এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম: প্রভা

এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম: প্রভা

ছোট পর্দার আলোচিত অভিনেত্রীদের একজন সাদিয়া জাহান প্রভা। নিজের ক্যারিয়ারে কিছু ঘটনার জন্য অনেকবারই আলোচনায় এসেছে তার নাম। যদিও এখন পর্দায় নিয়মিত মুখ নন, তবে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত নিজের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা, ভাবনা শেয়ার করে থাকেন।

শনিবার (২৭ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন—‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে যেনে রাখুন এক সময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’

প্রভার এই পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তবে কী কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন তা জানাননি এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন। জীবন অনেকটা গুছিয়ে নিয়েছেন।

চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবি—‘তারা খুব ভালো বন্ধু।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022 BangaliTimesofficel
Design & Developed BY ThemesBazar.Com